Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিবপুর গ্রামের বন্ধন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ১৫০ জন শিশুর মধ্যে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দী অসহায় গরিব সুবিধা বঞ্চিত পথচারী ১৫০ জন শিশুদের ঈদ উপহার দিললো বন্ধন ক্রিকেট ক্লাব। শুক্রবার ২২ মে বিকেল চারটায় পৌরএলাকার হাবিবপুর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা হেকিম উল্লাহ’র বাড়িতে বন্ধন ক্রিকেট ক্লাবের উদ্যোগে শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলাকার অসহায় ১৫০জন শিশুদের সহায়তা ঈদ উপহার প্রদান করা হয়। এসময় প্রত্যেক শিশুকে ১টি করে জামা, ১টি করে পাঞ্জাবি সেট উপহার দেওয়া হয়েছে। বন্ধন ক্রিকেট ক্লাবের সভাপতি খায়ের আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির নেতা দিলু মিয়া, ক্রীড়াবিদ সেলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল, শাওন আহমেদ, বাবুল আহমেদ, আলাউদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দেব।
সামাজিক দুরত্ব বজায় রেখে শিশুদের ঈদ উপহার বিতরণীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তোফায়েল আহমেদ, রুবেল আহমদ, শাহ তোফায়েল আহমেদ, তাকবির আহমেদ, রাসেল মিয়া, সাজু মিয়া রুমেল প্রমুখ। বন্ধন ক্রিকেট ক্লাব কে যারায সহযোগিতা করেছেন তারা হলেন উসমান রাকিব ফাউন্ডেশন, প্রবাসী নেতা নিরজাস মিয়া, আবুল বশর, আলিফ মিয়া। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ করোনা সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এলাকার প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

Exit mobile version