Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন ও ফসলরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার::চলতি মৌসুমে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে বোরো ফসলহানী, বর্ষণ ও শীলায় ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন ও হাওরের ফসলরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে কয়েকটি স্থানীয় সামাজিক সংগঠন মানবন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন রানার এইড, হাউস এবং সুজন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, পৌর কলেজের সহযোগী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক মোশারফ হোসেন ইমন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. নূরুল ইসলাম বজলু, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, কৃষক হনু মিয়া চৌধুরী, কৃষকলীগ নেতা এনামুল করিম, সাংবাদিক মাইদুল রাসেল, সাংবাদিক আমিনুল ইসলাম, গাজ আফজাল, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা চলতি মওসুমে সুনামগঞ্জের ফসলহারানো কৃষকের পুনর্বাসনে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে হাওরের বোর ফসল রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানান। বক্তারা বলেন, এবার পানি উন্নয়ন বোর্ড নির্মিত নড়বড়ে বাঁধ ভেঙ্গে, শীলা বৃষ্টি ও বর্ষণে হাওরের কৃষকের ব্যাপক-ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন জরুরি দাবি করেন বক্তারা।

Exit mobile version