Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে দুর্গতদের জাকাত দেওয়ার আহ্বান ফরীদ উদ্দীন মাসঊদের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্কঃ বিত্তবানদের জাকাতসহ সব ধরনের দান রোজার আগেই দুর্গত এলাকায় বিতরণ করা যাবে বলে মত দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়া তিনি হাওরবাসীকে বিনাসুদে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘জাকাত ও দানের জন্য রোজার অপেক্ষা করার কোনও মানে নেই। হাওরের মানুষ এখন দুর্গত অবস্থায় আছে। অপেক্ষা না করে এখনই তাদের পাশে ছুটে যাওয়া উচিত। দুর্গত এলাকার মানুষের সেবায় এগিয়ে যাওয়া ঈমানি দায়িত্বের মধ্যে পড়ে। দেশের আলেম উলামা, দ্বীনদরদী মুসলিমসহ সবারই দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন,‘এনজিওগুলোর ঋণের দৌরাত্ম্য মোকাবিলায় সরকারি সুদবিহীন ঋণপ্রকল্প হাওরে জরুরিভিত্তিতে চালু করতে হবে। হাওরাঞ্চলকে সরকার দুর্গত এলাকা ঘোষণা করুক বা না করুক, তারা দুর্গত অবস্থাতেই আছেন। হওরাঞ্চলের দুর্গতদের সেবায় এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এনজিও আর মহাজনদের ঋণের বোঝা থেকে হাওরবাসীকে বাঁচান।’
মাসঊদ বলেন, ‘দেশে সবধরনের উন্নতির আগে দুর্গত মানুষদের বাঁচানো উচিত। তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের সহযোগিতাই এখন সময়ের দাবি। লোক দেখানো ত্রাণে হাওরবাসীর কোনও উপকার হবে না। সামাজিক ত্রাণ বিতরণের দৃশ্য সাময়িক ভালো লাগলেও বাস্তবে তা হাওরবাসীর জীবন রক্ষা করে না। হাওর অঞ্চলে সরকারকে প্রত্যেক কৃষকের পাশে দাঁড়াতে হবে।’

Exit mobile version