Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম- পাউবো’র ১৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ পাউবো’র ১৪ প্রকৌশলীসহ হাওরাঞ্চলে ১৭ প্রকৌশলীকে রোববার দুদকের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন।
দুদক’র পরিচালক বেলাল হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হাওরে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগের
বিষয়ে দুপুর সাড়ে ১২ টা থেকে ৫ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
দুদক সুনামগঞ্জ পাউবো’র যেসব প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরা হলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান, রঞ্জন কুমার দাস, অনিক সরকার ও লিংকন সরকার। উপ-সহকারী প্রকৌশলী সজিব পাল, রফিকুল ইসলাম, মো. শাহ্ কামাল, খন্দকার আলী রেজা, নিহার রঞ্জন দাস, ইমরান সরকার, মো. মাহমুদুল করিম, ইব্রাহিম খলিলুল্লাহ্ খান, মো. মোসাদ্দেক ও মো. শহীদুল্লাহ্।

Exit mobile version