Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে শনির দশা-তলিয়ে গেল শনির হাওর

তাহিরপুর প্রতিনিধি:; সুনামগঞ্জের তাহিরপুরে কৃষকদের সংগ্রামে ঠিকে থাকা শনির হাওরটি অবশেষে শনিরদশায় তলিয়ে গেছে। বাঁধ ভেঙ্গে ভোররাত থেকে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। হাওরে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশের খবরে
লাখো কৃষকের আহাজারি ছড়িয়ে পড়ে। যা নিজের চোখে না দেখলে বুঝা যাবে না। কৃষকরা গত ২২দিন ধরে স্বেচ্ছাশ্রমে দিনরাত পরিশ্রম করে বাঁধটি রক্ষার চেষ্ঠা করেছিলেন। আর তিন চার দিন গেলেই ধান কাটা শুরু হতো। এখন চারদিকে ছুটাছুটি করছে কৃষকরা। শনির হাওরে কান্নার রুল পড়েছে। জেলার সবকটি হাওর ইতিমধ্যে তলিয়ে গেলেও ঠিকে ছিল শনির হাওর শেষ অবধি শনির দশায় পড়ে শনির হাওরটির ফসল হারিয়ে দিশেহারা হাওরপাড়ের কৃষকরা। গনমাধ্যম প্রতিনিধিরা হাওরপাড়ের মানুষের কান্না ও হাহাকার তুলে ধরতে কাজ করছেন। বিস্তারিত আসছে.ছবি চ্যানেল ২৪ এর সৌজন্য

Exit mobile version