Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সদস্য দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংঙ্কজ দেব, হাওর বাঁচাও সুনামগঞ্জ বঁাচাও আন্দোলনের অন্যতম সংগঠক সালেহীন শুভ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়।
অন্যান্যোর মধ্যে বক্তব্যে রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, হাওরের পাড়ের কৃষক নেতা সিদ্দেকুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী. উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, সংবাদ কর্মী শাহজাহান মিয়া, যুবলীগ নেতা এমদাদুর রহমান সুমুন প্রমুখ।

সভায় সর্বস্মতিক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে আহবায়ক, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আফসর উদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, সিদ্দেকুর রহমান ও সাংবাদিক অমিত দেবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

Exit mobile version