Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাতির ছবি তুলতে গিয়ে নিরাপত্তা কর্মী মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::হাতির ছবি তুলতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের এক ব্যাংকের নিরাপত্তা কর্মী। এ খবর দিয়েছে ওয়েব ইন্ডিয়া। নিহিত ব্যক্তির নাম সিদ্দিকুল্লাহ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নিরাপত্তাকর্মী। শুক্রবার সকালে তিনিসহ ব্যাংকের কয়েকজন নিরাপত্তাকর্মী টাকা নিয়ে স্থানীয় মালবাজারে যান। সেখান থেকে ফেরার পথে লাটাগুড়ি জঙ্গল পথে এই দুর্ঘটনা ঘটে।
হঠাত করে রাস্তায় একটি মস্ত হাতি চোখে পড়ে সিদ্দিকুল্লাহর। হাতিটির ছবি তুলে বাহাদুরি প্রকাশ করার উদ্দ্যেশে প্রাণীটির কাছে চলে যান তিনি। এ সময় সিদ্দিকুল্লাহর একহাতে ধরা ছিলো মোবাইল আর কাঁধে রাখা বন্দুক। তিনি মোবাইলের ক্যামেরায় হাতিটির ছবি তোলার সময় এটির চোখে ফ্ল্যাশের আলো পড়ে। এতে রেগে যায় হাতিটি। দৌড়ে ওই নিরাপত্তাকর্মীকে ধরে ফেলে প্রথমে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। এরপর পা দিয়ে পিষে ফেলে নিরাপত্তাকর্মীর মাথা। সবার চোখের সামনেই ভয়ংকর এই ঘটনা ঘটে। সিদ্দিকুল্লাহ কে মারার পর জঙ্গলে ফিরে যায় হাতিটি।

Exit mobile version