Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আত্মবিশ্বাস নিয়ে নিজ মাতৃভূমিতে বসবাস করুন

হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে নিজের মাতৃভূমিতে আত্মবিশ্বাস নিয়ে বসবাসের আহ্বান জানিয়েছেন।

জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের সব ধর্মের মানুষদের সমান অধিকার নিয়ে বসবাসের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “আমি মনে করি, বাংলাদেশ.. আমাদের এই ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে বসবাস করবেন; যার যার অধিকার নিয়ে।

“আর সেই অধিকারটা ভোগের জন্য যা যা করবার দরকার, সুযোগ সুবিধা দরকার- সরকার হিসেবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে, সম্মানজনকভাবে, সকলে যেন যার যার ধর্ম পালন করতে পারেন।”

দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ ব্যবস্থা নেয় বলেও শেখ হাসিনা উল্লেখ করেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশে আপনারা হিন্দু সম্প্রদায়- আপনাদের নিজেদের অধিকার নিয়েই বসবাস করবেন। আপনাদের কারো কাছে চাইতে হবে কেন?”

আত্মবিশ্বাস নিয়ে নিজ মাতৃভূমিতে বসবাসের তাগিদ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নেবেন। আপনাদের সব সময় এই আত্মবিশ্বাস থাকতে হবে যে, এই মাটিটা আপনাদেরও। আপনি-আমি বলে কিছু নাই।

“এই বাংলাদেশে যারাই বসবাস করেন, যারাই নাগরিক; প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সেই অধিকার সর্বক্ষেত্রে- আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে, চিকিত্‌সার ক্ষেত্র, আপনার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে..সর্বক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে সমান অধিকার আপনারা ভোগ করবেন; সেটাই আমরা করতে চাই। সেই পরিবেশ সৃষ্টি করা.. আমি মনে করি, যেহেতু সরকারে আছি এটা আমাদের দায়িত্ব।”

মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সকল ধর্ম বর্ণের মানুষ আমরা এক হয়ে মুক্তিযুদ্ধ করেছি। এই দেশ সকলের জন্য, সকল ধর্মের মানুষের জন্য। প্রত্যেকের আর্থ-সামাজিক উন্নতি- সেটাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদারসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Exit mobile version