Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হৃদপিন্ডের উদ্যোগে জগন্নাথপুরে পথশিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টার:: সেচ্ছায় রক্তাদান কার্যক্রম বাস্তবায়ন মূলক সংগঠন হৃদপিন্ডের উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় ৪০জন পথ শিশুকে ঈদবস্ত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর আলখানাপাড় এলাকায় ব্র্যাক শিক্ষাতরীতে পথশিশুদের জড়ো করে ঈদের পোশাক বিতরণ করা হয়। এসময় হৃদপিন্ডের তিনকর্মী শাবি ছাত্র এনাম উদ্দিন,মোঃ জাহাঙ্গীর আলম ও জয় দত্ত উপস্থিত ছিলেন। তাঁরা বেশ কিছু সময় পথ শিশুদের সাথে আনন্দ উৎসবে মেতে উঠে তাদেরকে নিয়ে ছবি তুলেন। নতুন পোশাক পেয়ে পথ শিশুরাও আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। ব্যতিক্রমী এই সামাজিক সংগঠনের সাথে জড়িতরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মানবিকমূল্যবোধের তাগিদে দীর্ঘদিন ধরে সিলেট শহরে স্বেচ্ছায় রক্ত দিয়ে আসছে হৃদপিন্ডের কর্মীরা। এবারই প্রথমবারের মতো ১৪০জন শিশুকে ঈদবস্ত্র উপহার দেয়ার কর্মসূচী হাতে নেয় তারা। যার অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার ৪০জন পথ শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দেয়া হয়। সেচ্ছায় রক্তাদান সংগঠন হৃদপিন্ডের এনাম উদ্দিন জানান, সেচ্ছায় রক্তদানের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কাজে অংশ গ্রহনের উদ্যোগ হিসেবে পথ শিশুদের ঈদপোশাক দেয়া হয়েছে। আগামীতে হৃদপিন্ডের মাধ্যমে এধরনের কাজ আরো এগিয়ে নিতে চান। এজন্য সচেতন মহলের সহযোগীতা কামণা করেন।

Exit mobile version