Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হোমিও চিকিৎসার প্রতি মানুষের আস্থা বাড়ছে

সিলেট সংবাদদাতা-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্ররিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডীন ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে প্রধান নারায়ণ সাহা বলেছেন, এলোপ্যাথিক চিকিৎসায় যে সকল জটিল রোগ নিরাময় হয় না, তা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নির্মূল হয়। এই চিকিৎসা পদ্ধতি সঠিক ভাবে প্রয়োগ করলে হোমিও চিকিৎসার প্রতি মানুষের আস্থা আরো বাড়বে। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম না হলে, হোমিও চিকিৎসা পদ্ধতি পাওয়া যেতো না। তিনি শুধু হোমিও চিকিৎসার জন্মদাতা নন, তিনি ছিলেন একজন দার্শনিক।

তিনি ১০ এপ্রিল শুক্রবার বিকেলে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সহযোগিতায় ও জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০১৫ ও ডাঃ হ্যাানিমানের ২৬০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ এম.কে খান ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ নূরুন্নাহার মজুমদার, বিশিষ্ট লেখক-গবেষক জিবলু রহমান, কলেজের অধ্যাপক ডাঃ এম.এন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ডাঃ মালা রাণী দে, সিনিয়র সহ-সভাপতি ও মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক ডাঃ এম.এস. আর জাহিদ, সহ-সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদুর রহমান, ডাঃ মোঃ ওয়াহিদ চৌধুরী, সহ-মহিলা সম্পাদিকা ডাঃ স্বপ্নারাণী আচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মুন্সী, ছাত্র সংগঠনের সভাপতি ফেরদৌস আলম, কলেজ শাখার সাধারণ সম্পাদক অমল সেন, মোঃ রুহুল আমীন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন জালাল, রোকসানা বেগম, মোঃ আজিজুর রহমান সবুজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Exit mobile version