Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন প্রকল্প হাতে নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার::শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ প্রসারিত করতে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম সরকার গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ১০০ উপজেলায় এ ধরনের টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৩৮৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে গৃহীত প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ১১৯টি সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষগণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসের সাথে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২০ সাল নাগাদ মোট শিক্ষার্থীর ২০ শতাংশ কারিগরি শিক্ষায় নিয়ে আসা গেলে দেশে বেকারত্ব অনেকাংশে দূর হবে।’
তিনি বলেন, ‘গত সাড়ে ৭ বছরে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের ফলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ১ থেকে ১৩ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।’ দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হলে মোট শিক্ষার্থীর অর্ধেকের বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নিয়ে আসতে হবে বলে মন্ত্রী জানান।

Exit mobile version