Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১০ মিনিটেই স্বপ্ন ভেঙে খানখান

ধর্মপাশা প্রতিনিধি::
তিনি সারাজীবন স্বপ্ন দেখেছেন কোনো একদিন জনপ্রতিনিধি হবেন। নিজের সেই স্বপ্নকে লালন করেছেন বছরের পর বছর ধরে। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করে এগুচ্ছিলেন তিনি। পরিকল্পনা মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে অংশগ্রহণের জন্য গত রোববার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বিকেল পাঁচটার মধ্যে সেই মনোনয়ন ফরম সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা। কিন্তু তিনি নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় সেই ফরম জমা দিতে পারেননি। ফলে সারাজীবনের স্বপ্ন ১০ মিনিটেই শেষ হয় মর্জিনা আক্তার নামের একজন সম্ভাব্য প্রার্থীর। সোমবার বিকেল পাঁচটা ১০ মিনিটে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনার অবতারণা হয়। মর্জিনা আক্তার উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আসমতপুর গ্রামের বাসিন্দা।
মর্জিনা আক্তার বলেন, ‘সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভীড় থাকায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে আমি সেখানে প্রবেশ করি। কিন্তু আমার ফরম জমা নেওয়া হয়নি। সারাজীবনের স্বপ্ন মূহুর্তেই শেষ হয়ে গেলো।’
সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘ওই প্রার্থী নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে আসায় মনোনয়ন ফরম জমা নেওয়া হয়নি।’

Exit mobile version