Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে অনুষ্টিত হয়

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:- যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অমর একুশে গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, সাহিতি্যক আবদুল গাফ্ফার চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে জাতীর জনকের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশকে স্বাধীন করে অতি অল্প সময়ে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
দেশী এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা সেটা মেনে নিতে পারেনি বলেই স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় তাঁকে স্বপরিবারে হত্যা করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু বেচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হত।
শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, শামসুদ্দিন মাষ্টার, হরমুজ আলী, এম এ রহিম, অধ্যাপক আবুল হাশেম, সিতাব চৌধুরী, ইউরোপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ গণি, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার সম্পাদক সারব আলী, আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বন্নি, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, তরুণলীগের সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।
সভা পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বঙ্গবন্ধুর জীবন,কর্ম ও আদর্শের উপর প্রবন্ধ পাঠ করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার কবির।

Exit mobile version