Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৭৮ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ১৭৮ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে টাইগাররা। তামিম ইকবাল ৭৬ এবং মুশফিকুর রহিম ২৫ রান নিয়ে অপরাজিত আছেন।

মঙ্গলবার ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলকে ফেরান নাথান লায়ন। তাইজুল ৪ রান করে লেগ বিফোরের শিকার হন।

এদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দেন আগের ইনিংসে ০ রান করা ইমরুল।

ইমরুল ও সৌম্য ব্যর্থ হলেও নিজের ২৪তম অর্ধশতক তুলে নেন তামিম। টেস্টে এর আগে বাংলাদেশের হয়ে আর একজন ব্যাটসম্যানের ২৪টি অর্ধশতক রয়েছে। তিনি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তামিম ইকবালের সঙ্গে দলের হাল ধরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।

৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

Exit mobile version