Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৭ ঘন্টা পর জগন্নাথপুর -সিলেট সড়কে যান চলাচল শুরু

আজহারুল হক ভূঁইয়া শিশু :: জগন্নাথপুর-বিশ্বনাথ -রশিদপুর সড়কে ১৭ ঘন্টা পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে কংকিট ফেলে গর্ত ভরাট করার পর সড়কটিতে যান চলাচল শুরু হয়। শুক্রবার বিকেল ৫টায় উক্ত সড়কের মীরপুর বাজার সংলগ্ন মেঘাকালী ব্রিজের মোড়ে একটি মালবাহী ট্রাক গর্তে পড়ে আটকে যাওয়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান নিজামুল করিম জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর-কেউনবাড়ি অংশ বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুক্রবার মালবাহি একটি ট্রাক গর্তে আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানালে শনিবার সকাল ১০টায় গর্তে ইটের খোয়া ফেলে ট্রাকটি সরানো হলে যান চলাচল শুরু হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, জগন্নাথপুর-কেউনবাড়ি সড়কের বেশ কিছু বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে প্রতিনিয়ত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সংষ্কার কাজের জন্য একটি প্রকল্প পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলেই কাজ শুরু হবে। তাৎক্ষনিকভাবে শনিবার সকাল ১০টায় কিছু সংস্কার করে সড়কটি চালু করেছি।

Exit mobile version