Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৭ সেপ্টেম্বর থেকে ওএমএস’র চাল বিক্রি শুরু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
আগামী রোববার থেকে সরকার ওপেন মার্কেট সেল (ওএমএস)-এর চাল বিক্রি শুরু করবে। প্রতিটি বিভাগীয় এবং জেলা সদরে ওএমএস’র চাল কেজিপ্রতি ১৫ টাকা ও আটা ১৭ টাকা দরে বিক্রি হবে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য জানান।

সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আতাউর রহমান ও খাদ্য অধিদফতরের ডিজি বদরুল হাসান।

এসময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল খাদ্যবান্ধব কর্মসূচি (১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি)। কিন্তু বৃষ্টি ও ঈদের ছুটির কারণে যথাসময়ে আমরা তা শুরু করতে পারিনি। আগামী ২০ সেপ্টম্বর থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হবে। খাদ্যবান্ধব কর্মসূচির সেপ্টেম্বর মাসের বরাদ্দ ১৫ অক্টোবর পর্যন্ত তোলা যাবে। আমরা সেই নির্দেশনা দেবো। এছাড়া অক্টোবরের মাসের বরাদ্দ স্বাভাবিক নিয়মে চলবে। এর আগে আগামী রোববার থেকে সরকার সারাদেশে ওএমএস’র চাল বিক্রি শুরু করবে।’

Exit mobile version