1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
২০০৫ সালের সিরিজ বোমা হামলার বিচার অবশ্যই হবে: পরিকল্পনামন্ত্রী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

২০০৫ সালের সিরিজ বোমা হামলার বিচার অবশ্যই হবে: পরিকল্পনামন্ত্রী

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৫৯ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার ঘটনার বিচার অবশ্যই হবে। সব অপঘটনারই বিচার হবে। তবে আইনের মাধ্যমেই বিচার করতে হবে। আমরা আইনের বিচারে বিশ্বাসী। এর জন্য ধৈর্য্য প্রয়োজন, সহিষ্ণুতা প্রয়োজন।

শনিবার দুপুরে ‘নারী শিক্ষার অগ্রগতি: প্রেক্ষাপট, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ’  শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,আপনারা নিশ্চিত থাকতে পারেন এদের বিচার হবে। যারা ১৪ বছর আগে আজকের এই দিনে সারাদেশের ৬৩ জেলায় গ্রেনেড হামলা করেছিলো, তারা সমগ্র জাতিকে জানান দেবার অপচেষ্টা করেছিলো যে তারা অন্যায় কাজে নামছে। তাদেরকে আমরা খুঁজে বের করবো। বর্তমান সরকার অপরাধীদের খুঁজে বের করবে এবং তাদের উচিত শাস্তি দেওয়া হবে। আইনে যে শাস্তি পাবার, তারা তা পাবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্, পরিকল্পনা মন্ত্রীর সহধর্মীনী জুলেকা মান্নান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাক্ষ নিলিমা চন্দ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com