Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২১শে আগষ্টের নিহতদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:: ২১ আগস্টের মতো আর ঘটনা যেন না ঘটে সেটাই আমরা চাই মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ট্রাকের ওপর জয় বাংলা বলে শেষ করে হাত থেকে মাইক্রোফোন রাখার পর পরই গ্রেনেড মারা শুরু হয়ে যায়। একটার পর একটা মারতেই থাকে। দিবালোকে এভাবে গ্রেনেড মারা কখনও দেখিনি।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রবিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোটালীপাড়ায়ও আমাকে মেরে ফেলতে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ভাগ্যিস এক চা দোকানির কারণে এ বোমা থেকে বেঁচে যাই।
তিনি বলেন, ২১ আগস্টের দিন সমাবেশের আশপাশে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। কোনো নিরাপত্তাবলয় ছিল না।
এর আগে বিকেল ৪টার দিকে তিনি নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা দিবেদন করেন। এ সময় নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Exit mobile version