Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ই অক্টোবর

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ২১শে আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিষ্ফোরক আইনের মামলার রায় ঘোষণার জন্য ১০ই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। পুরাণ ঢাকার নাজিমউদিন রোডের পরিত্যাক্ত কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে আজ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন রায়ের জন্য এদিন ধার্য করেন। আজ বেলা ১১টা ৫০ মিনিটে আদালতের কার্যক্রম শুরুর পর আসামিপক্ষে আইনজীবী এসএম শাহজাহান আদালতে আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ আসামিকে আজ শুনানির সময় আদালতে হাজির করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আশরাফুল হুদাসহ জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক। এ মামলায় অভিযোগপত্রভূক্ত ৫১১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে মোট ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গত বছরের ৩০শে মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

Exit mobile version