Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ গ্রেফতার-৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভিমকাঠী বাজার থেকে ২৭ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল। আজ বৃহস্পতিবার সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে তারা ২৭ কেজি ওজনের এ কষ্টি পাথর উদ্ধার করে।

র‌্যাব ৬ খুলনা সিপিসি-১ এর লেঃ কমান্ডার এ এম এম জাহিদুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দল কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের কথা বলে দেশের বিভিন্ন স্থান হতে ক্রেতা এনে প্রতারনার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাজিরপুরেরর পূর্ব ভিমকাঠি গ্রামের মোঃ আব্দুর রহমান (৫৫), কাটাকানিয়া গ্রামের মোঃ কিবরিয়া শেখ (৪২) এবং মধ্য জয়পুর কালীবাড়ী গ্রামের নিশিত বড়াল (৫২)। উদ্ধারকৃত কষ্টি পাথরটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ২৭ কোটি টাকা।

Exit mobile version