Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২৮ জুন শপথ নিবেন জগন্নাথপুরের ছয় চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:: গত ২৮ মে পঞ্চমধাপে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলার ছয় চেয়ারম্যানের শপথ ২৮ জুন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর থেকে শুরু হবে নতুন পরিষদের পথচলা। জগন্নাথপুর উপজেলার যারা শপথ নিবেন তাঁরা হলেন,১নং কলকলিয়া ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম,পাটলী ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আরশ মিয়া,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া,আশারকান্দি ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ঈমানী,পাইলগাঁও ইউনিয়নে নবাগত চেয়ারম্যান মখলিছুর রহমান। নির্বাচিত চেয়ারম্যানদের ছয়জনই যুক্তরাজ্য প্রবাসী।
কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম লন্ডন থেকে মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে কথা বলে ২৮ জুন বিকেল তিনটায় শপথ গ্রহনের দিনক্ষন নিশ্চিত হয়েছি। ২৬ জুন তিনি দেশে ফিরবেন বলে জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে ২৮ জুন জগন্নাথপুরের ছয় চেয়ারম্যানদের শপথ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন,৩ জুলাই ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন জগন্নাথপুরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার আট ইউনিয়নের মধ্যে আইনি জটিলতায় মীরপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচত ষষ্টধাপে অনু্ষ্টিত হওয়ায় এধাপের ফলাফল গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। অপর ছয়টি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশিত হওয়ায় ২৮ জুন শপথের দিন ঠিক করা হয়। এছাড়াও ৩ জুলাই ছয় ইউনিয়নের ৫৪জন নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) ও ১৮ জন নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শপথ নিবেন।

Exit mobile version