Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২৮ সেপ্টেম্বর থেকে জগন্নাথপুরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা

স্টাফ রিপোর্টার:: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের প্রচারণা সংক্রান্ত বিষয়ে উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করার উদ্যোগের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়,সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন,উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী জিন্নাত আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ। সভায় ২৮ সেপ্টম্বর থেকে তিন দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলায় এ মেলার সিদ্ধান্ত হয়।

Exit mobile version