Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২ টন মাদকসহ সৌদি যুবরাজ গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : লেবাননে নিজস্ব বিমানে করে দুই টন মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছেন সৌদি যুবরাজ আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এএফপি, এক্সপ্রেস ট্রিবিউন।

সোমবার লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানটি অবতরণের পর তাতে তল্লাসি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় প্রায় দুই টন মাদক বহন করছিলেন ওই যুবরাজ।

যুবরাজের ওই বিমান থেকে জব্দকৃত এসব মাদকের মধ্যে ‘কেপ্টাগন বড়ি’ ও কোকেন রয়েছে। বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব।

তল্লাসির সময় বিমানে ঢুকে ব্যক্তিগত বিমানটি থেকে ২৪টি ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এর প্রতিটিতেই রয়েছে মাদক দ্রব্য ‘কেপ্টাগন’।

প্রায় দুই টন মাদক বহনকারী ওই যুবরাজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এসময় মাদক দ্রব্য উদ্ধারের পর যুবরাজ আব্দুল মুহসেন ও তার চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মাদক ‘কেপ্টাগন’ সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে নানা তাণ্ডবলীলায় মেতে উঠে বলে অভিযোগ রয়েছে।

Exit mobile version