Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৩০ গ্রাম হেরোইন রাখার অপরাধে নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন

দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ওই বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে আটক করা হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এরপর তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

Exit mobile version