Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৩০ ঘণ্টায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা ইতিহাসে নজিরবিহীন’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::পিলখানায় বিদ্রোহে মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

এই হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং খালাস চেয়ে আসামিপক্ষের করা হাইকোর্টে আপিলের রায়ে রবিবার এ কথা বলা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল ৫৫ জন সেনা। ১৯৬৭ সালে ইন্দোনেশিয়ায় ৭ দিনের বিদ্রোহে মারা গিয়েছিলেন ১০০ জন, আফ্রিকায় মারা যান ১৭ জন।

রবিবার দুপুর একটায় এই রিপোর্ট লেখা পর্যন্তও হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে রায় পড়া চলছিল। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

Exit mobile version