Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৪৪ বছর পর ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::মহান স্বাধীনতা সংগ্রামের ৪৪ বছর পর ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে বীরাঙ্গনারা মহান মুক্তিযুদ্ধে তাদের অপরিসীম ত্যাগের স্বীকৃতি পেল।
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে চলতি বছরের জুলাই মাস থেকে তারা মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা পাবেন।এছাড়া তিনি জানান, পর্যায়ক্রমে সব বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃত দেয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সালের ৮ নম্বর আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের (বীরাঙ্গনা) তালিকা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর ক্ষমতাবলে গেজেট আকারে প্রকাশ করলো। মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হলেও বিশেষ এই মুক্তিযোদ্ধাদের চলতি বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা দেয়া হতে পারে।

Exit mobile version