Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৫৩ পৌরসভার উন্নয়নে ৪১৩ কোটি টাকা দিচ্ছে কুয়েত

জগন্নাথপুর২৪ডেস্ক ::
অর্ধশতাধিক পৌরসভার নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি সেতু-কালভার্ট উন্নয়নসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশকে ৫ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে কুয়েত। কুয়েত ফান্ড ফর আরব ডেভলপমেন্ট (কেএফএইডি) থেকে এ ঋণ সরবরাহ করা হবে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় ঋণের পরিমাণ ৪১৩ কোটি টাকা। দুই শতাংশ সুদে ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে রেয়াতকাল পাঁচ বছর।
মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
অর্থনৈতিক স¤পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং কেএফএইডির সহকারী মহাপরিচালক হামাদ আল ওমর চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে দেশের আটটি বিভাগের ৫৩টি পৌরসভার কৃষি, শিল্প, অর্থনৈতিক কার্যক্রম, উন্নত নাগরিক সুবিধা, নিষ্কাশন ব্যবস্থা, সেতু-কালভার্ট, লাইটিং এবং অন্যান্য নাগরিক সুবিধা বাড়ানোর মাধ্যমে সমন্বিত
আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ডলার বা ৮ হাজার ৮৬৬ কোটি টাকা।

Exit mobile version