Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৫ বছরের শিশু ধর্ষনে অভিযুক্ত সাইফুল সাত দিনের রিমান্ডে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক কৃষ্ণকমল শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। গত মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এসআই আনিসুর রহমান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে ওইদিন রাতে তার বাবা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদখেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

শিশুটির চিকিৎসার জন্য আট সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২০ অক্টোবর রাতে শিশুটির বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

Exit mobile version