Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দী’ নিয়ে রাশিয়ার সাময়িক বিমান বিধ্বস্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তবে উড়োজাহাজের আরোহীরা সত্যিই বন্দী ইউক্রেন বাহিনীর সদস্য কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেলগোরোদের ৭০ কিলোমিটার উত্তর–পূর্বের ইয়াবলোনোভো গ্রামের কাছে উড়োজাহাজটি ভূমির দিকে নামছে। আরেকটি ভিডিওতে সড়কের পাশের একটি জায়গা থেকে আগুনের শিখা ওপরে উঠতে দেখা যাচ্ছে।

রুশ পার্লামেন্টের এক সদস্য উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনারা উড়োজাহাজটিতে গুলি করেছিলেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
রাশিয়ার পার্লামেন্ট ডুমায় দেওয়া বক্তব্যে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলোভ বলেন, ইউক্রেন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। পশ্চিমারা ইউক্রেনকে যেসব ক্ষেপণাস্ত্র দিয়েছে, এই ক্ষেপণাস্ত্রও সে ধরনের। সেগুলো প্যাট্রিয়ট নাকি আইআরআইএস–টিএস ধরনের ক্ষেপণাস্ত্র, তা তদন্তকারীরা বের করবেন।

 

 

Exit mobile version