Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৬ ডিসেম্বর বাউল কামাল পাশার জন্ম দিন

সুনামগঞ্জ সংবাদদাতা-৬ ডিসেম্বর সুনামগঞ্জের ভাটির জনপদের চারন কবি,গানের স¤্রাট বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) জন্মদিন। প্রয়াত এ লোক কবির জন্ম দিনটিকে সামনে রেখে তার নামে উৎসর্গীকৃত সাংস্কৃতিক প্রতিষ্টান বাউল কামাল পাশা স্মৃতি সংসদ স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করতে যাচ্ছে। ঐদিন রাজধানী ঢাকা,বিভাগীয় শহর সিলেট, সুনামগঞ্জ জেলা সদর ও মরহুম বাউলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালিত হবে। ভাটি বাংলার মরমী ভূবনের কালজয়ী এই মরমী কবি ১৯০১ ইং সনের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে জন্মগ্রহন এবং ১৯৮৫ ইং সনের ৬ মে মোতাবেক ১৩৯২ বাংলার ২০ বৈশাখ মৃত্যুবরন করেন। প্রয়াত এই সঙ্গীত সাধকের রচিত “দ্বীন দুনিয়ার মালিক খোদা এত কষ্ট সয়না তোমার দ্বীলকি দয়া হয়না” গানটি ভারতের বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। ভাটিয়ালি গানের শিল্পী আব্দুল আলিম,বাউল কামাল পাশা রচিত “প্রেমের মরা জলে ডুবেনা/ওপ্রেম করতে দুদিন ভাঙ্গতে একদিন এমন প্রেম আর কইরোনাগো দরদী” সহ একাধিক গান গেয়ে সুনাম অর্জন করেছেন। শুধু গান রচনাই নয় ঐতিহাসিক নানকার আন্দোলন,৪৭ এর গণভোট আন্দোলন,৫২ এর ভাষা আন্দোলন,৫৪‘র যুক্তফ্রন্ট নির্বাচন ও ৭১এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি এই শিল্পী স্বাধীকার স্বাধীনতা ও স্বায়ত্বশাসনের পক্ষে গণসঙ্গীত পরিবেশন করেন। বাউল কামাল পাশা স্মৃতি সংসদের সংগ্রহে এই প্রয়াত লোককবির প্রায় ১০০০ গান রয়েছে। বাউল শাহ আব্দুল করিম ও দূর্বীণ শাহের অগ্রজ এই লোকশিল্পী কে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য দিরাই উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জেলা প্রশাসনের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে ৫ বার প্রস্তাবনা প্রেরন করা হলেও আজও এই শিল্পী পাননি রাষ্ট্রীয় কোন স্বীকৃতি। মহান এই সঙ্গীত সাধকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন আসরে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কামালগীতি পরিবেশন ও উদ্ধারসহ প্রত্যেকটি কর্মসুচিতে উপস্থিত থাকার জন্য দেশের সকল সংস্কৃতিসেবীদের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল,ভারপ্রাপ্ত সভাপতি বাউল তছর উদ্দিন ও শিল্পী আবুল কাশেম চৌধুরী।

Exit mobile version