Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ই মার্চ ঐতিহাসিক ভাষনে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন- সাজিদুর রহমান ফারুক

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন যাঁতাকলের শিকার বাঙ্গালী জাতির ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে বাংলাদেশ কে স্বাধীন করতে ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেয়া ভাষণে অলিখিত ভাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলে মন্তব্য করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ৭ই মার্চের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান মিনারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন ৭ই মার্চের ভাষণের পরেই বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। মুলত এ ভাষণটি ছিল ৭১ ও তার পরবর্তী সময়ে বাঙ্গালী জাতির সঠিক দিক নির্দেশনা। সভায় প্রধান অতিথি হিসেবে প্রখ্যাত কথা সাহিত্যিক লেখক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও সঙ্গত কারণে তিনি উপস্থিত হতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য ওলামা লীগের সভাপতি মাওলানা মোঃ কুতুব উদ্দিন। ১৯৫২ থেকে শুরু করে আজ অবধি সকল গণতান্ত্রিক আন্দোলনে বিশেষত মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদ, ২ লক্ষ বীরঙ্গনা মা বোন ও ৭৫ এর কালো রাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মম ভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে উপস্থিত নেতৃবৃন্দ ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম, সহ সভাপতি শামস উদ্দিন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ্‌ শামীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুত মিয়া, প্রবাস বিষয়ক সম্পাদক আনসার উল হক, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সভানেত্রী খালেদা মুস্তাক কোরেশী, সহ সভানেত্রী হুস্নেয়ারা মতিন ,লন্ডন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনহার মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সুশান্ত দাশ গুপ্ত, ইষ্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান ,যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি ,যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, স্বেচ্ছা সেবকলীগ যুক্তরাজ্যের সভাপতি সাদ আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুণলীগ যুক্তরাজ্যের সভাপতি জুবায়ের আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন প্রমুখ। উল্লেখ্য আলোচনা সভা থেকে প্রত্যেক বক্তা তার বক্তব্যের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Exit mobile version