Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ম বারের মতো জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম‌্যান নির্বাচিত হলেন ইউসুফ আল আজাদ

৭ম বারের মতো জনগণের ভালাবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হ্যাট্রিক জয় করলেন তিনি। এর আগে ১৯৭৪ সালে প্রথম সাচনাবাজার ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ১৯৭৯ থেকে ১৯৯০ টানা দুই বার জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালে জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে উপজেলা পরিষদ বিলুপ্ত হয়ে যায়। ১৯৯৬ সালে আবার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৫ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনর্বার নির্বাচিত হন।
সর্বশেষ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ইউসুফ আল আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬১৯ ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৩০ হাজার ৮৯৭ এবং রেজাউল করিম শামীম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৭৮ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন গোলাম জিলানী আফিন্দী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হন আকবর হোসেন ।
তালা প্রতীকে গোলাম জিলানী আফিন্দী রাজু পেয়েছেন ১৬ হাজার ৪৮৩ ভোট এবং মাইক প্রতীকে আকবর হোসেন পেয়েছেন ১৬ হাজার ৩৮৩ ভোট।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীণা রানী তালুকদার। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৬৮ ভোট।
মঙ্গলবার রাত পৌনে ২ টায় ফলাফর ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার প্রিয়াংকা পাল।
প্রসঙ্গত. গত ১০ মার্চ এ উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকার অভিযোগে তা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Exit mobile version