Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭৫ হাজার ৬৭৪ রোগীর ৭৪ হাজার ৫৭৬ জনই চীনে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবমিলিয়ে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৭৪ জন মানুষ; এরমধ্যে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনেই আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭৬।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এতথ্য জানিয়েছে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে। এতে বুধবার চীনে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২৬ জনে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। এরমধ্যে ৪৫ জনই ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানে।

উহানে নতুন করে আক্রান্তের এই সংখ্যা গত এক সপ্তাহের হিসেবে সবচেয়ে কম বলে জানিয়েছে চীন। দেশটির গণমাধ্যমে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনই করোনার নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না।

গত ডিসেম্বরে উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর আস্তে আস্তে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছেন প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ।

Exit mobile version