Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ জুন বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

স্পোটস ডেস্ক:: একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ভারত। বিসিবির পক্ষ থেকে ভারতের আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ৭ই জুন রবিবার ঢাকা এসে পৌঁছবে ভারতীয় দল। পরদিন ৮ ও ৯ জুন অনুশীলন করবে। ১০ জুন ফতুল্লা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে। এরপর ১৫, ১৬ ও ১৭ জুন অনুশীলন করবে ভারত দল। ১৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
১৯ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
এরপর ২০ জুন ভারত অনুশীলন করবে। ২১ জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে। তৃতীয় ওয়ানডের আগে ২৩ জুন ভারত দল অনুশীলন করবে। ২৪ জুন সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ধোনির দল। সিরিজ ও ম্যাচ খেলার পর ২৬ জুন বাংলাদেশ ছাড়বে টিম ইন্ডিয়া।
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
১০ জুন, ২০১৫ টেস্ট ফতুল্লা
১৮ জুন, ২০১৫ প্রথম ওয়ানডে মিরপুর
২১ জুন, ২০১৫ দ্বিতীয় ওয়ানডে মিরপুর
২৪ জুন, ২০১৫ তৃতীয় ওয়ানডে মিরপুর

Exit mobile version