Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

দোয়ারাবাজার প্রতিনিধি::
ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হওয়ার এক সপ্তাহ পর দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে নিহত নুরু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তার মৃতদেহটি ফেরত দেয়া হয়। বিজিবি লাশটি দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় বাঁশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলারের বিপরীতে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, রোববার দুপুরের বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর নুরু মিয়ার লাশ ফেরত দেয়া হয়। এরপর বিজিবি লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে। আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়া হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঁশতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা, মোশারাম থানার এমটিসি সাংমা।

Exit mobile version