Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৭ মে জগন্নাথপুরের ৭টি ইউনিয়নে নির্বাচন

স্টাফ রিপোর্টার:: ৭ মে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপেজগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদসহ ৭২৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট নেওয়া হবে ২২ মার্চ। ওই দিন ৭৫২টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ। দ্বিতীয় ধাপে ৭১০টি ইউনিয়ন পরিষদে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপেজগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদসহ ৭২৮টি ইউনিয়ন পরিষদে ৭ মে, পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউনিয়ন পরিষদে ৪ জুন ভোট গ্রহণ করা হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন্ কবীর জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম কে নিশ্চত করে বলেন, চতুর্থধাপে ৭ মে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো কলকলিয়া, পাটলী, সৈয়দপুর শাহারপাড়া, রানীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর,পাইলগাঁও, আশারকান্দি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতায় মীরপুর ইউনিয়নে নির্বাচন হবে না। এদিকে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন কে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও দেশের অন্যতম বিরোধীদল বিএনপি সমর্থিত প্রাথীদের মধ্যে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে জোর লড়াই শুরু হয়েছে।

Exit mobile version