Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৮৪ নং বড়ফেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮৪ নং বড়ফেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি কাহের মিয়া। বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি কাহের মিয়া সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বড় ফেছি গ্রামের তকি উদ্দিন সহ সভাপতি ওয়ারিশ মিয়া একই গ্রামের আব্দুল হক ও খায়রুল ইসলাম মিলে বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সাড়ে আট মেট্রিক্স টন চালের অর্থ নাম মাত্র কাজ করে আত্মসাৎ করেন। অভিযোগে উল্লেখ করা হয় বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সাড়ে আট মেট্রিক্স টন চালের মধ্যে মাত্র ৩০/৩৫ হাজার টাকার কাজ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বড় ফেছি গ্রামের তকি উদ্দিন সহ সভাপতি ওয়ারিশ মিয়া একই গ্রামের আব্দুল হক ও খায়রুল ইসলাম। একাধিকবার তাদের কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
বড়ফেছি গ্রামের ইলিয়াস আলী জানান,স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সহ আমরা এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহ অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে সঠিক কোন উত্তর না দেওয়ায় বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি কাহের মিয়া অভিযোগ দাখিল করেছেন। এবং তদন্ত ক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।

Exit mobile version