Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ম্যানচেষ্টারে হামলায় ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে রানী

আমিনুল হক ওয়েছ : যুক্তরাজ্যের ম্যানচেস্টার কনসার্টে আত্মঘাতী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রয়াল ম্যানচেস্টার চিলড্রেনস্ হাসপাতালে বৃহস্পতিবার রাণী এই পরিদর্শন করেন।

ব্রিটিশ রাজ্যের সবচেয়ে সম্মানিত এই সদস্য কথা বলেন এমি বার্লো (১২), এভি মিলস (১৪),মিলি রবসন (১৫)-এর মতো স্কুল ছাত্রীদের সাথে।

বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি হাসপাতালের স্টাফ ও প্যারামেডিকদের ধন্যবাদ জানান। সোমবার ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় ঘাতকসহ ২৩ জন নিহত হয়। হতাহতদের বেশিরভাগই শিশু ও তরুণ-তরুণী।
ম্যানচেস্টার হামলায় আহতদের দেখতে হাসপাতালে রাণী

আহত ৭৫ জনকে স্থানীয় আটটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ৫ জন শিশুকে ক্রিটিকাল কেয়ারে রাখা হয়েছে।

রয়াল ম্যানচেস্টার চিলড্রেনস্ হাসপাতালে চিকিৎসারত শিশুদের সাথে দেখা করেন রাণী। সেই হাসপাতালে ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাণী দ্বিতীয় এলিজাবেথ আহত স্কুলছাত্রীদের পাশাপাশি হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সাথে কথা বলেন। চিকিৎসার খোঁজ খবর নেন। ৯১ বছর বয়সী ব্রিটেনের রাণীকে কাছে পেয়ে আহত স্কুলছাত্রীদের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়।
খবর ডেইলি মেইলের।

Exit mobile version