Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছুটির আবেদনে যা লিখেছেন প্রধান বিচারপতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটির বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করেছেন একটি পত্রের মাধ্যমে। তার পাঠানো সেই আবেদনপত্রটি সংবাদমাধ্যমের জন্য প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী প্রধান বিচারপতির ওই চিঠিটি প্রথমে পড়ে শোনান। পরে টেলিভিশনের ক্যামেরার সামনে ওই চিঠি তিনি তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের চিঠির ছবি তোলার অনুমতি দেন। একপর্যায়ে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের হাত থেকে সাংবাদিকরা প্রধান বিচারপতির ছুটির আবেদনের ছবি তুলে নেন।
মানবজমিনের পাঠকের জন্য সে আবেদনপত্রটি তুলে ধরা হলো- আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গত বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতিমধ্যে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন। ফলে আমি ৩ অক্টোবর হতে ১ নভেম্বর, ২০১৭ পর্যন্ত ৩০ দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমতাবস্থায় ৩ অক্টোবর হতে ১ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ করছি।’

Exit mobile version