Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষকের রোপণকৃত ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক-

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার এক কৃষকের ফলানো রোপা আমন ফসল রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিকার চেয়ে  সম্প্রতি  লিখিত অভিযোগ করেছেন জালালপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম।
লিখিত অভিযোগে কৃষক উল্লেখ করেন জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর হাওরে প্রতি বছরের ন্যায় এবারো তার মালিকানা দুই কেদার জমিতে রোপা আমন আবাদ করেন। ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ থাকায় একই গ্রামের সিরাজ মিয়া ও আলিফ মিয়া রাতের আধাঁরে জোর পূর্বক তার রোপন করা ধান কেটে নিয়ে যায়। খবর পেয়ে তিনি গিয়ে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
কৃষক নুরুল ইসলাম বলেন, আমি একজন অসহায় দরিদ্র কৃষক। আমার রোপনকৃত জমির ফসল জোর পূর্বক কেটে নেওয়ায়
নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। আশা করছি সুষ্ঠ তদন্ত পূর্বক আমার রোপনকৃত ধান ফেরত পাব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version