Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটি

আমিনুল হক ওয়েস,ম্যানচেস্টার থেকে –
বৃহত্তর সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটি। নয়টি কমিউনিটি ওর্গেনাইজেশনের সমন্বয়ে অনুষ্ঠিত চ্যারিটি ডিনার থেকে তারা সংগ্রহ করেছেন ১৮,১২৫ পাউন্ড। উত্তোলিত এ অর্থ হস্তান্তরের নিমিত্তে (আজ) শনিবার স্থানীয় শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান।

শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়স্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, শাহজালাল মসজিদের ভাইস চেয়ারম্যান আলহাজ আফিজ আলী, ট্রাস্টি আলহাজ রইছ আলী, ওয়াইডিএফ এর চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান লস্কর, ম্যানচেস্টার আল ইসলাহ সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন চৌধুরী, মিলন গ্রুপের চেয়ারম্যান সিলিক উদ্দীন, বী-হাইভ ট্রাস্টের শুয়েব আহমদ সেলিম, শায়েকুল ইসলাম, আলহাজ আবুল কালাম, আলহাজ আবদুল হান্নান, মাওলানা আবদুস সালাম, মোহাম্মদ আসলাম জনি প্রমুখ।

প্রিয় জন্মভুমি বাংলাদেশের বিপদগ্রস্থ মানুষের সহযোগিতায় অনুষ্ঠিত এ চ্যারিটি ডিনারে অংশগ্রহণ ও ডোনেশনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকবৃন্দ। বন্যায় আক্রান্ত মানুষকে ইমার্জেন্সি রিলিফ দানের পাশাপাশি উত্তোলিত অর্থ দিয়ে গৃহহীনদের পূনর্বাসনে গৃহ নির্মানের ব্যবস্থা করাও হবে বলে জানিয়েছেন তাঁরা।

Exit mobile version