1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে পুত্রবধূ-কে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

জগন্নাথপুরে পুত্রবধূ-কে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত শনিবার শ্বশুরের নামে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে শ্বশুর বাড়িতে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে গফুর মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৭)
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কাজে চলে যাওয়ার পর ফাঁকা বাড়িতে তাঁর শ্বশুর জোরপূর্বক ধর্ষণেরচেষ্টা চালান। এছাড়াও কিছুদিন আগে একই ভাবে গৃহবধূকে ধর্ষণেরচেষ্টা করেন বলে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
ওই গৃহবধূ বলেন, এসব ঘটনা স্বামীসহ অন্য কাউকে না বলার জন্য তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন তাঁর শ্বশুর দুলাল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরপরই তাঁর শ্বশুরকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া তাঁর অপরাধ স্বীকার করেছেন। আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com