1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হামজা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ইকড়ছই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

হামজা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ইকড়ছই

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩০১ Time View

স্পোর্টস রিপোর্টার::
৮০-৯০ দশকের জগন্নাথপুরের কৃতি ফুটবলার
যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমদ হামজার নামকরণে ‘
২য় হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী এ ম্যাচে টুর্নামেন্টের শক্তিশালী দুই দল ইকড়ছই ফুটবল একাডেমী ও সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী মুখামুখি লড়াইয়ে অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেটারে ইকড়ছই ফুটবল একাডেমী ৪-৩ গোলে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী হারিয়ে শিরোপা জিতে নেয়। ম্যাচ সেরা হয়েছেন ইকড়ছই দলের গোলকিপার আদিল হাসান।

পরে উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া ও ধারাভাষ্যকার জুবায়ের আহমদ অপুর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রবীণ রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, য়ুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক কৃতি ফুটবলার, সাংবাদিক,গীতিকার জুবায়ের আহমদ হামজা, শিল্পী কল্পনা হামজা,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান, জেলা পরিষদের সদস্য মাহতাবুর হাসান সমুজ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক আবু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা়: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব,ছড়াকার সালাউদ্দিন আহমদ মিঠু, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাহির উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,
স্থানীয় কাউন্সিলর সুহেল আহমদসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলসহ টুর্নামেন্টের বিভিন্ন খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা এডুকেশনের ট্রাষ্ট ইউকের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়ার আয়োজনে গত ৯ মার্চ টুর্মামেন্ট শুরু হয়েছিল। এতে মোট আটটি দল অংশ নেয়।

প্রসঙ্গত, জগন্নাথপুরের ৮০-৯০ দশের ক্রীড়া, সাংস্কৃতিক, নাট্যঅঙ্গণের জনপ্রিয় তারকা জুয়াবের আহমদ হামজার নামে ২০২২ সালের মার্চে প্রথমবারের মতো হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। যার ধারবাহিকতায় এবারও এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com