1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পুতিনকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

পুতিনকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য পুতিনকে অভিযুক্ত করে আইসিসির একজন বিচারক এ আদেশ দেন।শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইসিসি অভিযোগ করেছে, ইউক্রেনে যুদ্ধপরাধ এবং শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ায় পুতিন দায়ী।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পুরোদমে আগ্রাসন শুরুর পর সেখানে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে মস্কো বরাবরই যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে এসেছে।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ‘কোনো গুরুত্ব নেই।’ তবে আইসিসির পদক্ষেপটি এমন সময় এসেছে, যার একদিন আগেই জাতিসংঘ-সমর্থিত একটি তদন্তকারী সংস্থা জানায়, ইউক্রেনে বিস্তৃত পরিসরের যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং শিশুদের নির্বাসনের মতো অপরাধগুলো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com