জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রথম ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর- আয়ারল্যান্ড ৩০.৫ ওভারে ১৫৫/১০ (লক্ষ্য ৩৩৯) (ডকরেল ৪৮*; ডোহানি ৩৪, স্টার্লিং ২২)।
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৮/৮ (হৃদয় ৯২, সাকিব ৯৩, মুশফিক ৪৪, তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫)।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা প্রত্যাশা মতো হয়নি বাংলাদেশের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফেভারিট হিসেবেই সূচনা করেছে স্বাগতিক দল। সিলেটে আইরিশদের হারিয়েছে ১৮৩ রানের বড় ব্যবধানে। রানের হিসেবে এটি বাংলাাদেশের সবচেয়ে বড় জয়। সর্বশেষ ২০২০ সালে এই সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয় এসেছিল।
তার আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও হয়েছে এই ম্যাচে। ৮ উইকেটে ৩৩৮ রান করেছে স্বাগতিক দল। তার পর দুই ওপেনার ডোহানি ও স্টার্লিং-ই দারুণ সূচনায় প্রভাব বিস্তার করছিলেন। ৬০ রানের এই জুটি সাকিব ভেঙে দিলে মুহূর্তেই বদলে যায় আয়ারল্যান্ডের ইনিংস। দুই পেসার এবাদত হোসেন ও তাসকিনের আঘাত ধস নামালে সেখানেই ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়।
এবাদতের তৃতীয় শিকার
সাকিবের পর আইরিশদের বিপদে ফেলতে ভূমিকা ছিল এবাদত হোসেনের। দুই উইকেট নিয়ে ধস নামাতে অবদান রেখেছিলেন। শেষ দিকে মার্ক অ্যাডায়ারকে ফিরিয়ে তুলে নেন তৃতীয় উইকেট। ১৩ রান করা এই ব্যাটারকে মুশফিকের গ্লাভসবন্দি করিয়েছেন তিনি।
এলোমেলো আয়ারল্যান্ড
এবাদত-তাসকিনের দুটি করে উইকেট শিকারে ইনিংসে ধস নামে আয়ারল্যান্ডের। ৭৬ রানে পঞ্চম উইকেট পড়লে ডকরেল ও ক্যাম্ফার মিলে দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন। ৩৩ রান যোগ করা এই জুটিও ভেঙে দেন নাসুম আহমেদ। ১৭ বলে ১৬ রান করা কার্টিস ক্যাম্ফারকে এলডাব্লিউ করেছেন তিনি। এই ব্যাটারের রিভিউ নিয়েও উপকার হয়নি। তার পর জোড়া আঘাতে গ্যারেথ ডেলানি ও অ্যান্ডি ম্যাকব্রিনকে বিদায় দিয়ে সফরকারীদের শেষের প্রতিরোধও নাসুম দুর্বল করে দিয়েছেন।
তাসকিনের দ্বিতীয় শিকারে আরও বিপদে আয়ারল্যান্ড
দারুণ ওপেনিং জুটির পর মুহূর্তেই আইরিশদের বিপদে ফেলেছেন বাংলাদেশের পেসাররা। এবাদতের দুই শিকারের পর উইকেট উৎসবে যোগ দিয়েছেন তাসকিন আহমেদও। অধিনায়ক বালবির্নিকে টিকতেই দেননি। ৫ রান করা ব্যাটারকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন। তাদের বিপদ আরও বাড়ে নতুন নামা লরকান টাকারকেও তাসকিন ক্যাচ আউটে ফেরালে। ৬ রান করা ব্যাটার শর্ট বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ইয়াসিরের হাতে ক্যাচ দিয়েছেন।
সাকিবের পর এবাদতের আঘাত
আইরিশদের দারুণ শুরু মুহূর্তেই বদলে যায় সাকিব ৬০ রানের ওপেনিং জুটি ভাঙলে। তাদের ওপর চাপটা আরও বাড়িয়ে দিয়েছেন পেসার এবাদত হোসেন। তার বলে মুশফিকের দারুণ এক ক্যাচে গ্লাভসবন্দি হয়েছেন আরেক ওপেনার পল স্টার্লিং। পুল করতে গিয়ে পরাস্ত হয়েছেন। তাতে ৩১ বলে ২২ রানেই তাকে থামতে হয়েছে। স্টার্লিংয়ের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। এক ওভার বিরতি দিয়ে আবারও উইকেট পড়ে এবাদতের দারুণ বোলিংয়ে। তার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ৩ রানে মুশফিকের গ্লাভসবন্দি হয়েছেন হ্যারি টেক্টর।
৬০ রানের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব
শুরুতে পেসারদের সামনে সংগ্রাম করলেও স্পিনার পেয়ে হাত খুলতে থাকেন স্টার্লিং, ডোহানি। শ্লথ গতির শুরুর পর দুই ওপেনারের ব্যাটে ১১ ওভারেই ৬০ রান যোগ হয়েছে। ১২তম ওভারে অবশেষে জুটি ভাঙেন সাকিব। তার ঘূর্ণি বলে গ্লাভসবন্দি হয়েছেন ডোহানি। ফেরার আগে তিনি ৩৮ বলে ৩৪ রান করেছেন। তাতে ছিল ৪টি চার ও ১ ছয়।
রিভিউ নিয়ে বাঁচলেন স্টার্লিং
দারুণ ব্যাটিংয়ের পর শুরু থেকে আইরিশদের ওপর চাপ তৈরি করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের পেস আক্রমণ সামলাতে সফরকারী দল হিমশিম খেতে থাকে। তাতে রান যোগ হয় শ্লথ গতিতে। তৃতীয় ওভারে মোস্তাফিজের শেষ বলে বাংলাদেশ লেগ বিফোরের আবেদন করেছিল। আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচেছেন স্টার্লিং।