1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কান্না থামছে না জগন্নাথপুরের পিয়ায়া বেগমের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চিত্রনায়ক আমিন খানের হাত থেকে লাখ টাকার চেক নিলেন জগন্নাথপুরের খালেদা বেগম শাহানারা নাসের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্বোধন খাবার নেই, ওষুধ নেই, শুধু অপেক্ষা মৃত্যু আর ক্ষুধার: গাজার এক বাবার আর্তনাদ দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ-সমাবেশ রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির ইশরাক সমর্থকদের অবস্থান হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দোয়ায় যে কারণে কাজ হয় না বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫০ বছর পর ভুমি ফিরে পেলেন এক প্রবাসী পরিবার

কান্না থামছে না জগন্নাথপুরের পিয়ায়া বেগমের

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরের কাদিপুর গ্রামের বাসিন্দা পিয়ারা বেগম। সাত সন্তানের জননী তিনি। ৮ বছর পূর্বে তাঁর স্বামী মারা যান। স্বামী হারানো এ নারী জীবনযুদ্ধে তিল তিল করে সংসারের স্বচ্ছতা আনতে লড়াই করছিলেন। এনজিও ঋণ আর গয়না বিক্রি করে কিনেছিলেন ছয়টি গরু। কিন্তু গরুগুলো চুরি হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে পড়েছেন পিয়ারা বেগম। কারণ গরুর দুধ বিক্রি করে ঋনের কিস্তির টাকা এবং সংসারের যোগান চলতো এ বৃদ্ধার। গরুগুলো চুরি যাওয়ার পর থেকেই কান্না থামছে না পিয়ারা বেগমের। ঋনের টাকা পরিশোধ আর সংসার যোগানের দু:শ্চিতায় কাটছে তাঁর দিন।
চুরির ঘটনায় গত সোমবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

আজ মঙ্গলবার পিয়ারা বেগমের সঙ্গে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকের 
এ প্রতিবেদকের কথা হয় তাঁর বসতবাড়ীতে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোরেরা আমাকে নি:স্ব করে দিয়েছে। গত রোববার রাতে গোয়ালঘরের সব গরু চুরি হয়ে গেছে। এখন আমি কিভাবে বিভিন্ন এলজিও ঋনের টাকা পরিশোধ করব। এ চিন্তায় চোখে ঘুম নেই।  
তিনি জানান, প্রতিদিন চার লিটার দুধ বিক্রি করে ৪০০ টাকা পেতেন। এই টাকা দিয়ে সংসার চলতো। ঋণের কিস্তি পরিশোধ করতেন । স্বামী মারা যাওয়ার পর গরু লালন-পালন করে দুই ছেলে ও তিন মেয়ের বিয়ে দেন। তৈরী করেন টিনশেডের পাকা ঘর ।
ওই নারী জানালেন, দুই সপ্তাহ আগে একটা এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিছি আর ছেলের বউয়ের একটা গয়না বেঁচে একটা ষাঁড় কিনছিলাম। এখন আমার সব শেষ হয়ে গেল।

পিয়ারা বেগমের ছোট ছেলে কামাল উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশি জাতের তিনটা গাভি ও তিনটা ষাঁড় গরু ছিল আমাদের সংসারের একমাত্র সম্বল। মায়ের সঙ্গে আমরা দুই ভাই গরু লালন-পালন করি। প্রতিদিনের মতোই গত রোববার ২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমায়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখে গরু নাই। পরে আশপাশে খোঁজাখুঁজি করে একটা গরুরও খোঁজ পাওয়া যায়নি। ২০১৫ সালের দিকে আমার আনোয়ার হোসেন মারা যান। বাবা যাওয়ার যাওয়ার পর আমরা দুই ভাই ও ৫ বোন মায়ের সঙ্গে সংসারে মাকে সহযোগিতা করতাম।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আট বছর আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ আর নিজের গয়না বেঁচে কিনেছিলেন কয়েকটি গরু। সেই গরুর দুধ বেচা টাকা দিয়ে ঋণের কিস্তি দেওয়াসহ ভালোই চলছিল পিয়ারা বেগমের সংসার। কিন্তু সেই গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তছনছ হয়ে গেছে ওই নারীর সংসার। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে এবং গরুগুলো উদ্ধারে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com