1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সৎকাজ মানুষের আয়ু বৃদ্ধি করে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি জগন্নাথপুরে নাশকতা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সার্কেল ২৫ ওয়েলফেয়ার আসোসিয়েশন ইউ-কের নির্বাচন সম্পন্ন আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষনা করলেন ইশরাক ‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত রিট খারিজ, মেয়র পদে শপথ নিতে বাধা নেই কিছু ইবাদত হোক নীরবে-নিভৃতে চিত্রনায়ক আমিন খানের হাত থেকে লাখ টাকার চেক নিলেন জগন্নাথপুরের খালেদা বেগম শাহানারা নাসের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত

সৎকাজ মানুষের আয়ু বৃদ্ধি করে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সৎকাজ মানুষের আয়ু বৃদ্ধি করে। অসৎকাজ মানুষের রিজিকে সংকীর্ণতা নিয়ে আসে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, সাওবান (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, কেবল সৎকর্মই আয়ু বৃদ্ধি করে এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদির রদ হয় না। মানুষের অসৎকর্মই তাকে রিজিক-বঞ্চিত করে।

’ (ইবনে মাজাহ, হাদিস : ৯০)পবিত্র কোরআনে সৎকাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে; বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, এতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে এবং যে নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭৭)

উল্লিখিত আয়াতে সৎকাজের একটি তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে আত্মীয়-স্বজনের সঙ্গে সদ্ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

নবীজি (সা.)-ও বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। তাঁর ভাষ্যমতে এর দ্বারা নিজেদের মধ্যে যেমন আন্তরিকতা ও ভালোবাসা তৈরি হয়, তেমনি ধন-সম্পদ ও আয়ুষ্কালেও বরকত আসে। 

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, তোমরা নিজেদের বংশধারার ব্যাপারে জ্ঞান অর্জন করো, যাতে তোমাদের বংশীয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পার। কেননা, আত্মীয়তার সম্পর্ক বজায় থাকলে নিজেদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসা তৈরি হয় এবং ধন-সম্পদ ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়।

(তিরমিজি, হাদিস : ১৯৭৯) 

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি স্বীয় রিজিক বৃদ্ধি ও দীর্ঘজীবী হতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে।’ (আবু দাউদ, হাদিস : ১৬৯৩)

সুবহানাল্লাহ, পবিত্র কোরআনে আত্মীয়-স্বজনের পাশাপাশি আর কিছু লোকের সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে, যারা আত্মীয় না হলেও আত্মীয়ের সঙ্গে বেশি সময় তাদের সঙ্গেই থাকতে হয়। যেমন প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী বা কলিগ প্রমুখ, মুসাফির, দাস-দাসী বা কর্মচারী। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ইবাদত করো আল্লাহর, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না। আর সদ্ব্যবহার করো মা-বাবার সঙ্গে, নিকটাত্মীয়ের সঙ্গে, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সঙ্গে।

নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের, যারা দাম্ভিক, অহংকারী। (সুরা : নিসা, আয়াত : ৩৬) 

পবিত্র কোরআনের এই নির্দেশনাগুলো পালন করলে মানুষের সামাজিক জীবন আরো সুন্দর, সহজ ও উপভোগ্য হয়ে উঠবে। আল্লাহর রহমত ও বরকত আসবে। আর এর উল্টো হলে, আল্লাহর অভিশাপে অভিশপ্ত হতে হবে। ইরশাদ হয়েছে, ‘তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে এরও সম্ভাবনা রয়েছে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ওরা তারাই, যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন এবং তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করেছেন। (সুরা : মুহাম্মাদ, আয়াত: ২২-২৩)

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা এমন যে তার শাস্তি পরকালে যেমন ভোগ করতে হয়, দুনিয়াতেও এর কারণে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। এ জন্যই নবীজি (সা.) উম্মতকে এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে গেছেন। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো গুনাহের কারণে যদি আখিরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও শাস্তি ত্বরান্বিত হয়, তবে জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেশি উপযুক্ত অন্য কোনো গুনাহ নেই।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২০৩৯৮) ॥ কালের কণ্ঠ।

মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাওফিক দান করুন। আমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com