1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এশিয়া কাপে ছিটকে গেলেন লিটন, দলে ফিরলেন এনামুল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

এশিয়া কাপে ছিটকে গেলেন লিটন, দলে ফিরলেন এনামুল

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

জগন্নাথপুর২৪ স্পোর্টস ডেস্ক::

পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে আজ বুধবার বিকেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক শ্রীলঙ্কায় খেলতে নামবে টাইগাররা। তবে জ্বরের কারণে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।
বুধবার সকালে বিসিবি এক ইমেইল বার্তায় লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছে।
তামিমের ইনজুরির কারণে পুরো দলের ভরসার জায়গা ছিল লিটনকে ঘিরে। কিন্তু জ্বরের কারণে দলের সঙ্গে ফ্লাইট মিস করেন বাংলোদেশ ওপেনার। তখন থেকে ধারণা করা হচ্ছিল, প্রথম ম্যাচে না খেলতে পারলেও এশিয়া কাপের বাকি ম্যাচে দেখা যাবে লিটনকে। তবে শেষমেষ তা আর সম্ভব হচ্ছে
মঙ্গলবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে জ্বর থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন দাস।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com