1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ডোবায়, আহত ৩০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ডোবায়, আহত ৩০

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়েছে। এতে ৩০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস সকাল ৭টার দিকে মিরপুরের শাসননবী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসের ৩০ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নেন। আহতরা পৌর এলাকার ভবেরবাজারে নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, আহতদের মধ্যে ৭ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com