1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইসরায়েলি হামলায় পরিবারের ১১ জনকে হারালেন সাংবাদিক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২১ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চিত্রনায়ক আমিন খানের হাত থেকে লাখ টাকার চেক নিলেন জগন্নাথপুরের খালেদা বেগম শাহানারা নাসের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্বোধন খাবার নেই, ওষুধ নেই, শুধু অপেক্ষা মৃত্যু আর ক্ষুধার: গাজার এক বাবার আর্তনাদ দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ-সমাবেশ রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির ইশরাক সমর্থকদের অবস্থান হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দোয়ায় যে কারণে কাজ হয় না বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫০ বছর পর ভুমি ফিরে পেলেন এক প্রবাসী পরিবার

ইসরায়েলি হামলায় পরিবারের ১১ জনকে হারালেন সাংবাদিক

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টানা পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ভয়াবহ আকার নিচ্ছে এ যুদ্ধের পরিবেশ। বাড়ছে হতাহতের সংখ্যাও। এতে প্রাণ হারিয়েছেন একাধিক সাংবাদিক। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এ হামলায় দুই মাস বয়সের দুধের শিশুসহ পরিবারের ১১ জনকে হারিয়েছেন এক সাংবাদিক। নিহতদের মধ্যে দুই মাস বয়সী শিশুসহ আরও দুজন শিশু রয়েছে।

পরিবারের সদস্যদের হারানো ওই সাংবাদিকের নাম লামা আর-আরিয়ান। তিনি ভাইস নিউজের সাংবাদিক। গাজায় ইসরায়েলের বিমান হামলায় তার পরিবারের সদস্যরা নিহ হয়েছেন।

আরিয়ান সামাজিক যোগযোগমাধ্যম এক্সে জানান, মারা যাওয়া ব্যক্তিরা হলেন তার মায়ের যৌথ পরিবারের সদস্য। মারা যাওয়া ওই দুমাস বয়সী শিশুর নাম জাইন আদদীন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উভয়পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে। সৈন্যদের ওপর সকল প্রকারের বাধানিষেধ তুলে নেওয়া হয়েছে। এতে অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় হামলায় ৯০০ মানুষ নিহত হয়েছেন।

তিনি বলেন, গাজার পরিবেশ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, এটি আর আগের মতো হবে পারবে না। বিবিসি বলছে, ক্রমেই যুদ্ধের পরিবেশ ভয়াবহ হয়ে উঠছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫০০ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন অন্তত ৯০০ মানুষ। নিহতদের মধ্যে ২৬০ জন শিশু ও ২৩০ জন নারী রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৮০০ জন ইসরায়েলি।

উল্লেখ্য, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে উভয়পক্ষের হতাহতের সংখ্যা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com